1. admin@banglabahon.com : Md Sohel Reza :
ভারতে দৈনিক কভিড শনাক্ত কমলেও বেড়েছে মৃত্যু
রবিবার, ০১ অক্টোবর ২০২৩, ০৩:০০ অপরাহ্ন

ভারতে দৈনিক কভিড শনাক্ত কমলেও বেড়েছে মৃত্যু

বিদেশ ডেস্ক
  • প্রকাশ: শনিবার, ১৭ জুলাই, ২০২১
Corona_Test

ভারতে সর্বশেষ ২৪ ঘণ্টায় নতুন করে আরো ৩৮ হাজার ৭৯ জনের কভিড শনাক্ত হয়েছে। গতকাল দেশটিতে ৩৮ হাজার ৯৪৯ জনের কভিড শনাক্ত হয়। সে হিসেবে আজ শনিবার দেশটিতে দৈনিক কভিড শনাক্ত গতকালের চেয়েও কিছুটা কমেছে। খবর এনডিটিভি।

অন্যদিকে সর্বশেষ ২৪ ঘণ্টায় ভারতে করোনায় ৫৬০ জনের মৃত্যু হয়েছে। এর আগে শুক্রবার দেশটিতে ৫৪২ জন কভিডে মারা যায়। সে হিসেবে সর্বশেষ ২৪ ঘণ্টায় ভারতের দৈনিক কভিড শনাক্ত কিছুটা কমলে বেড়েছে মৃত্যু।

করোনার সংক্রমণের শুরু থেকে এখন পর্যন্ত দেশটিতে ৩ কোটি ১০ লাখ ৬৪ হাজার ৯০৮ জনে দাঁড়িয়েছে। অন্যদিকে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ লাখ ১৩ হাজার ৯১ জনে।

বর্তমানে ভারতে দৈনিক করোনা শনাক্তের হার ১ দশমিক ৯১ শতাংশে দাঁড়িয়েছে। গত টানা ২৬ দিন ধরে শনাক্তের হার ৩ শতাংশের নীচে রয়েছে।

ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুযায়ী, সংক্রমণের বিপরীতে কমেছে করোনা সক্রিয় রোগীর সংখ্যাও। বর্তমানে দেশটিতে করোনা রোগীর সংখ্যা কমে ৪ লাখ ২৪ হাজার ২৫ জনে দাঁড়িয়েছে। মোট সংক্রমণের বিপরীতে সক্রিয় কভিড রোগীর হার ১ দশমিক ৩৯ শতাংশ।

সরকারি পরিসংখ্যান মতে, সর্বশেষ ২৪ ঘণ্টায় ভারতে শনাক্তের বিপরীতে সক্রিয় কভিড রোগীর সংখ্যা আরো ৬ হাজার ৩৯৭ জন কমেছে। এতে করে দেশটিতে কভিড থেকে আরোগ্য লাভের হার ৯৭ দশমিক ৩১ শতাংশে দাঁড়িয়েছে।

দেশব্যাপী পরিচালিত ভ্যাকসিন কার্যক্রমের আওতায় ভারতে মোট ৩৯ কোটি ৯৬ লাখ ডোজ করোনার টিকা দেয়া হয়েছে।।

সর্বশেষ ২৪ ঘণ্টায় ভারতে সবচেয়ে বেশি করোনা আক্রান্তের রাজ্য মহারাষ্ট্রে নতুন করে আরো ৭ হাজার ৭৬১ জনের কভিড শনাক্ত হয়। একই সময়ে মৃত্যু হয়েছে ১৬৭ জনের।

তবে গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ সংখ্যক ১৩ হাজার ৭৭৩ জনের কভিড শনাক্ত হয়েছে কেরালা রাজ্যে। এর পরেই দৈনিক সর্বোচ্চ সংখ্যক কভিড শনাক্তের তালিকায় রয়েছে মহারাষ্ট্র, তামিল নাডু (২ হাজার ৩১২ জন) এবং কর্ণাটক (১ হাজার ৮০৬ জন)।

শেয়ার করতে চাইলে...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ...
© বাংলা বাহন সকল অধিকার সংরক্ষিত ২০১৯-২০২৩।
ডিজাইন ও আইটি সাপোর্ট: বাংলা বাহন
error: Content is protected !!