1. admin@banglabahon.com : Md. Sohel Reza :
এপ্রিল মাস ‘খুবই ক্রিটিক্যাল’, পরীক্ষা বাড়ান: স্বাস্থ্যমন্ত্রী | বাংলা বাহন
বৃহস্পতিবার, ০৫ অগাস্ট ২০২১, ০১:১০ পূর্বাহ্ন
আপনিও লিখুন:
‘বাংলা বাহন’ নিউজপোর্টালে আপনাদের মতামত, পরামর্শ, সমসাময়িক কোন বিষয়ে লেখা, বিশ্লেষণ, তথ্য, ছবি ও ভিডিও পাঠাতে পারেন info@banglabahon.com ঠিকানায়।

এপ্রিল মাস ‘খুবই ক্রিটিক্যাল’, পরীক্ষা বাড়ান: স্বাস্থ্যমন্ত্রী

বাংলা বাহন ডেস্ক:
  • প্রকাশ: বুধবার, ৮ এপ্রিল, ২০২০

প্রাণঘাতী করোনাভাইরাস (কভিড-১৯) প্রাদুর্ভাবের ক্ষেত্রে এপ্রিল মাস ‘খুবই ক্রিটিক্যাল’ মন্তব্য করে যত বেশি সম্ভব নমুনা পরীক্ষা বাড়ানোর আহ্বান জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

মঙ্গলবার রাজধানীর তেজগাঁওয়ের সিএমএসডি-তে মাঠপর্যায়ের চিকিৎসকদের মাঝে গাড়ি বিতরণ অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, এখন পর্যন্ত আমাদের দেশে করোনা পরিস্থিতি পৃথিবীর যে কোনো দেশের তুলনায় সবচেয়ে ভালো। আমাদের এখানে ঘনবসতি; এছাড়া দেশে ফিরে এসেছে নয় লাখ প্রবাসী।

চিকিৎসক কর্মকর্তাদের সতর্ক করে তিনি বলেন, ‘এই এপ্রিল মাস খুবই ক্রিটিক্যাল। আপনারা পরিস্থিতি নজরদারি করবেন, সাহসিকতার সঙ্গে কাজ করবেন। সিভিল সার্জনসহ মাঠপর্যায়ের সব কর্মকর্তা সঠিকভাবে দায়িত্ব পালন করবেন।’

জাহিদ মালেক বলেন, ‘কোথায় করোনার রোগী আছে, থাকতে পারে খোঁজ নেবেন। যারা বিদেশ থেকে এসেছে, তারাই বেশি করোনা ছড়িয়েছে। যেসব বাড়িতে বিদেশি এসেছে, তাদের আত্মীয়-স্বজনদের বেশি পরীক্ষা করবেন।’

তিনি বলেন, ‘আমরা টেস্টিং (নমুনা পরীক্ষা) বাড়িয়েছি। মাত্র একটি ল্যাব ছিল। কয়েক দিনের মধ্যে ১৭-১৮টি ল্যাব স্থাপন করা হয়েছে। আরও ১০টি ল্যাব স্থাপন করা হবে।’

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘যত বেশি সম্ভব পরীক্ষা করাবেন, তাহলে আমরা শনাক্ত করতে পারব, কোয়ারেন্টাইনে নিতে পারব। ভাইরাস নিয়ন্ত্রণে বড় কাজ হলো সংক্রমণ রোধ করা।’

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ...
© বাংলা বাহন সকল অধিকার সংরক্ষিত ২০১৯-২০২১।
ডিজাইন ও আইটি সাপোর্ট: বাংলা বাহন