1. admin@banglabahon.com : Md. Sohel Reza :
আবারো পজিটিভ খালেদা জিয়া
বুধবার, ৩১ মে ২০২৩, ১০:৩০ অপরাহ্ন

আবারো পজিটিভ খালেদা জিয়া

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশ: শনিবার, ২৪ এপ্রিল, ২০২১

দ্বিতীয় দফার করোনা পরীক্ষায়ও পজিটিভ হয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন তার চিকিৎসার জন্য গঠিত মেডিকেল টিমের প্রধান অধ্যাপক এফ এম সিদ্দিকী।

তবে খালেদা জিয়ার শারীরিক অবস্থা ভালো বলে জানিয়েছেন তিনি।

অধ্যাপক এফ এম সিদ্দিকী শনিবার রাতে সাংবাদিকদের বলেন, ‘ওনার (খালেদা) কোভিডের যে টেস্ট আজ আমরা করেছিলাম, সেটার ফল পজিটিভ এসেছে। তবে আমরা মনে করছি, আগামী পাঁচ-ছয় দিনের মধ্যে উনি কোভিড নেগেটিভ হয়ে যাবেন।’

গত ১১ এপ্রিল খালেদা জিয়া করোনা শনাক্ত হওয়ার পর থেকেই অধ্যাপক ডা. এফএম সিদ্দিকীর নেতৃত্বে ব্যক্তিগত চিকিৎসকদের টিম গুলশানের বাসায় তার চিকিৎসা শুরু করে।

শনিবার দুপুরে গুলশানের বাসভবন ‘ফিরোজা’ থেকে দ্বিতীয় বার করোনা পরীক্ষার জন্য নমুনা নেওয়া হয় খালেদা জিয়ার।

অধ্যাপক এফএম সিদ্দিকীর নেতৃত্বে অধ্যাপক আব্দুস শাকুর খান, অধ্যাপক জাহিদ হোসেন ও ডা. মোহাম্মদ আল মামুন রাতে খালেদা জিয়ার শারীরিক অবস্থা পর্যবেক্ষণের জন্য শুলশানের বাসভবনে যান।

সেখান থেকে বেরিয়েই অধ্যাপক ডাক্তার এফ এম সিদ্দিকী খালেদা জিয়ার দ্বিতীয় পরীক্ষায়ও পজিটিভ হওয়ার কথা জানান।

তিনি আরো বলেন, ‘এই বাসায় যারা ছিলেন, আমরা সবারই পরীক্ষা করেছি। ১৪ জনের মধ্যে ম্যাডামসহ (খালেদা) চারজনের পজিটিভ এসেছে।‌ বাকিদের নেগেটিভ। সবাই শারীরিক এবং মানসিকভাবে সুস্থ আছেন।’

খালেদা জিয়া শঙ্কামুক্ত জানিয়ে বলেন, ‘উনি কোভিডজনিত ডেঞ্জার পিরিয়ড পার করেছেন। দ্বিতীয় সপ্তাহের যে জটিলতা সাধারণত কোভিড রোগীদের হয়, তার ক্ষেত্রে ঘটেনি। যেসব বিপদের আশঙ্কা থাকে, সেগুলো থেকে তিনি মুক্ত। তার অবস্থা স্থিতিশীল রয়েছে।’

শেয়ার করতে চাইলে...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ...
© বাংলা বাহন সকল অধিকার সংরক্ষিত ২০১৯-২০২৩।
ডিজাইন ও আইটি সাপোর্ট: বাংলা বাহন
error: Content is protected !!