1. admin@banglabahon.com : Md Sohel Reza :
পাকিস্তানে সেনাবহরে আত্মঘাতী হামলা, নিহত ৯
বুধবার, ০৪ অক্টোবর ২০২৩, ০৪:২৬ অপরাহ্ন

পাকিস্তানে সেনাবহরে আত্মঘাতী হামলা, নিহত ৯

বিদেশ ডেস্ক
  • প্রকাশ: শুক্রবার, ১ সেপ্টেম্বর, ২০২৩

পাকিস্তানে সামরিক বহরে আত্মঘাতী হামলায় নয় সেনা সদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন পাঁচজন। আজ শুক্রবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, গতকাল উত্তরাঞ্চলীয় প্রদেশ খাইবার পাখতুনখেয়ারতে এই হামলা চালানো হয়। ইতোমধ্যে এলাকাটি বন্ধ করে দিয়েছে সেনাবাহিনী। এখনো কোনো গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি।

পাকিস্তান সেনাবাহিনীর মিডিয়া উইং জানায়, আফগান সীমান্তের কাছে মোটরসাইকেলে করে এসে একজন আত্মঘাতী হামলাকারী এই বিস্ফোরণ ঘটায়।

প্রাদেশিক মন্ত্রী ফিরোজ জামাল শাহ বলেন, আত্মঘাতী হামলাকারী মোটরসাইকেলে এসে সামরিক বহরের একটি ট্রাকে আঘাত আনে। এরপরই বিকট বিস্ফোরণ ঘটে।

পাকিস্তানের উত্তরপূর্বাঞ্চলীয় এই প্রদেশটিতে প্রায়ই হামলা ঘটনা ঘটে। আফগান সীমান্তবর্তী এই অঞ্চলে গত বছর থেকে হামলার ঘটনা বেড়েছে।

গত মাসে একটি রাজনৈতিক সমাবেশে আত্মঘাতী হামলায় ৬০ জনের বেশি নিহত হয়েছিলেন। এর আগে জানুয়ারিতে তেহরিক ই তালিবান একটি মসজিদ প্রাঙ্গণে হামলা চালাল ৮০ জনেরও বেশি সেনা কর্মকর্তা নিহত হন।

শেয়ার করতে চাইলে...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ...
© বাংলা বাহন সকল অধিকার সংরক্ষিত ২০১৯-২০২৩।
ডিজাইন ও আইটি সাপোর্ট: বাংলা বাহন
error: Content is protected !!