1. admin@banglabahon.com : Md Sohel Reza :
মানিকগঞ্জে পরিবেশ দিবসে চারা বিতরণ ও রোপণ
সোমবার, ২৪ জুন ২০২৪, ০৬:২৮ অপরাহ্ন

মানিকগঞ্জে পরিবেশ দিবসে চারা বিতরণ ও রোপণ

মানিকগঞ্জ সংবাদদাতা
  • প্রকাশ: বুধবার, ৫ জুন, ২০২৪

‘করবো ভূমি পুনরুদ্ধার, রুখবো মরুময়তা, অর্জন করতে হবে মোদের খরা সহনশীলতা’। এই প্রতিপাদ্যে আজ বিশ্ব পরিবেশ দিবস পালন করা হচ্ছে। দিবসটি উপলক্ষ্যে সরকারি-বেসরকারিভাবে নানা পরিবেশবাদী সংগঠন নানা কর্মসূচির আয়োজন করেছে।

দিবসটি উপলক্ষ্যে মানিকগঞ্জেও সীমান্ত ব্যাংক পিএলসি ও পরিবেশবাদী সংগঠন হরিরামপুর শ্যামল নিসর্গ যৌথভাবে বিনামূল্যে গাছের চারা বিতরণ ও বিভিন্ন স্থানে রোপন করেছে।

সকালে হরিরামপুর ‍উপজেলার যাত্রাপুর আদর্শ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ থেকে শিক্ষার্থীদের কাছে ৬শ’টি  বনজ, ফলজ ও ওষুধি গাছের চারা বিতরণ করা হয়। এ সময় উপস্থিত অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সীমান্ত ব্যাংক পিএলসি’র চীফ রিস্ক অফিসার আজিজুল হক, ম্যানেজার (এগ্রিকালচারাল ব্যাংকিং) আহসান হাবিব, ম্যানেজার (ব্যান্ড ও কর্পোরেট অ্যাফেয়ার্স) রাশেদ আহমেদ, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আইয়ুব আলী, হরিরামপুর শ্যামল নিসর্গের সভাপতি ওয়াহিদুর রহমানসহ সংগঠনটির সদস্যরা।

তারা বলেন,‘জলবায়ুর নেতিবাচক প্রভাব মোকাবেলায় বৃক্ষ রোপন ছাড়া অন্য কোন উপায় নেই। তাই বেশি করে বৃক্ষরোপন করতে  হবে। সবাইকে এই বৃক্ষরোপন কর্মসূচিতে একসঙ্গে কাজ করতে হবে। ’

শেয়ার করতে চাইলে...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ...
© বাংলা বাহন সকল অধিকার সংরক্ষিত ২০১৯-২০২৪।
ডিজাইন ও আইটি সাপোর্ট: বাংলা বাহন
error: Content is protected !!