1. admin@banglabahon.com : Md Sohel Reza :
১৪ এপ্রিল থেকে এক সপ্তাহের ‘সর্বাত্মক লকডাউনের’ চিন্তা: সেতুমন্ত্রী
শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৩:৩৯ অপরাহ্ন

১৪ এপ্রিল থেকে এক সপ্তাহের ‘সর্বাত্মক লকডাউনের’ চিন্তা: সেতুমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশ: শুক্রবার, ৯ এপ্রিল, ২০২১
সড়ক ও সেতু মন্ত্রী এবং আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের

আগামী ১৪ এপ্রিল থেকে এক সপ্তাহের ‘সর্বাত্মক লকডাউন’ দেওয়ার বিষয়ে সরকার চিন্তা-ভাবনা করছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

শুক্রবার নিজের সরকারি বাসভবনে সমসাময়িক বিষয় নিয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

লকডাউনের আদলে গত সোমবার থেকে চালু হওয়া এক সপ্তাহের কঠোর বিধিনিষেধ শেষ না হতেই সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী সরকারের এ চিন্তা-ভাবনার কথা জানালেন।

তিনি বলেন, ‘দেশে করোনা সংক্রমণ ভয়াবহ রূপ নিয়েছে, লাফিয়ে লাফিয়ে বাড়ছে সংক্রমণ ও মৃত্যুর হার। সঙ্গে বাড়ছে জনগণের অবহেলা ও উদাসীনতা।’

ওবায়দুল কাদের বলেন, ‘এমন অবস্থায় সরকার জনস্বার্থে আগামী ১৪ এপ্রিল থেকে এক সপ্তাহের জন্য সর্বাত্মক লকডাউনের বিষয়ে সক্রিয় চিন্তা ভাবনা করা হচ্ছে।’

বৃহস্পতিবার বিসিএস প্রশাসনের একটি অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনাও সামনে কঠোর কর্মসূচি আসতে পারে এমন ইঙ্গিত দেন। তিনি বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সরকারের পক্ষ থেকে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।

এছাড়া জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনও বলেছেন, সবকিছু বিবেচনা করে রবিবার পরিকল্পিত নির্দেশনা আসবে।

শেয়ার করতে চাইলে...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ...
© বাংলা বাহন সকল অধিকার সংরক্ষিত ২০১৯-২০২৪।
ডিজাইন ও আইটি সাপোর্ট: বাংলা বাহন
error: Content is protected !!