1. admin@banglabahon.com : Md Sohel Reza :
মার্কিন অর্থনীতি সচল করতে ট্রাম্পের পরিকল্পনা প্রকাশ
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ১১:১৮ অপরাহ্ন

মার্কিন অর্থনীতি সচল করতে ট্রাম্পের পরিকল্পনা প্রকাশ

বিদেশ ডেস্ক:
  • প্রকাশ: শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২০

করোনাভাইরাস যখন অব্যাহতভাবে যুক্তরাষ্ট্রে ছড়িয়ে পড়ছে, তখন অর্থনীতিকে ফের সচল করতে গভর্নরদের নির্দেশনা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

‘যুক্তরাষ্ট্রকে ফের সচল করার’ পরামর্শে তিন স্তরের পরিকল্পনা নিয়ে এলেন তিনি, যাতে তাদের লকডাউন ধীরে ধীরে শিথিল করতে পারেন গভর্নররা।

বিবিসির খবরে বলা হয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যায় হোয়াইট হাউসের নিয়মিত ব্রিফিংয়ে এ পরিকল্পনার বিস্তারিত তুলে ধরা হয়েছে।

এ পরিকল্পনা বাস্তবায়নের ক্ষমতা থাকবে অঙ্গরাজ্যগুলোর গভর্নরদের। তাতে কেন্দ্রীয় সরকার তাদের সহায়তা করবে।

কম ক্ষতিগ্রস্ত অঙ্গরাজ্যগুলো থেকে চলতি মাসেই লকডাউন তুলে নেয়ার ইঙ্গিত দেয়া হয়েছে ট্রাম্পের পরিকল্পনায়। অন্য অঙ্গরাজ্যের বিধিনিষেধও ধীরে ধীরে তুলে নেওয়া হবে।

যুক্তরাষ্ট্রজুড়ে করোনাভাইরাসের দাপট অব্যাহত থাকার মধ্যেই ট্রাম্পের এ প্রস্তাব নিয়ে ব্যাপক সমালোচনা চলছে।

দেশটিতে ছয় লাখ ৫৪ হাজার ৩০১ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে ৩২ হাজার ১৮৬ জনের। গত ২৪ ঘণ্টায় সাড়ে চার হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে।

ভাইরাসটি মহামারী রূপ নেয়ার পর এটাই সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। সিএনএনের খবর বলছে, মহামারীতে আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় চার হাজার ৫৮১ জন মারা গেছেন।

নতুন এই হিসাবে কোভিড-১৯ রোগে সম্ভাব্য মৃতদেরও অন্তর্ভুক্ত করা হয়েছে। যেটা আগে বাদ পড়েছিল। সপ্তাহখানেক আগে ১৩ মার্চ এক হাজার ৬৬৬ জন আক্রান্ত ও ৪১ জনের মৃত্যুর খবর দিয়েছিল সিএনএন।

হোয়াইট হাউস টাস্ক ফোর্সের সদস্যরা আগেই হুশিয়ারি দিয়েছিল যে পরীক্ষা বাড়ানো হলে মৃতের সংখ্যা আরও বেড়ে যাবে।

শেয়ার করতে চাইলে...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ...
© বাংলা বাহন সকল অধিকার সংরক্ষিত ২০১৯-২০২৪।
ডিজাইন ও আইটি সাপোর্ট: বাংলা বাহন
error: Content is protected !!