1. admin@banglabahon.com : Md Sohel Reza :
বিজেপি প্রার্থীর গাড়িতে ইভিএম: প্রিয়াঙ্কার কড়া প্রতিক্রিয়া
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ০৪:৫৭ অপরাহ্ন

বিজেপি প্রার্থীর গাড়িতে ইভিএম: প্রিয়াঙ্কার কড়া প্রতিক্রিয়া

ওপার বাংলা ডেস্ক
  • প্রকাশ: শনিবার, ৩ এপ্রিল, ২০২১
ছবি: প্রিয়াঙ্কা গান্ধী।-গুগল

ভারতের আসামে বিধানসভা নির্বাচনে দ্বিতীয় দফার ভোট পর্ব মিটতেই একটি ভাইরাল ভিডিও ঘিরে বিতর্কে বিজেপি। যেখানে দেখা যায়, পাথরকান্দি বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী কৃষ্ণেন্দু পলের গাড়িতে করে ইভিএম নিয়ে যাওয়া হচ্ছে।

কলকাতার সংবাদমাধ্যম জানায়, অনলাইনে ভিডিওটি প্রকাশ্যে আসতেই ভোট লুটের অভিযোগে বিজেপি-কে তীক্ষ্ণ ভাষায় আক্রমণ করেছেন প্রিয়াঙ্কার গান্ধী-সহ আসাম কংগ্রেসের একাধিক শীর্ষ নেতা। তবে ওই বুথকর্মীদের দাবি, ইভিএম মেশিন-সহ ওই গাড়িতে ‘লিফট’ নিয়েছিলেন তারা।

বৃহস্পতিবার রাজ্যটির ৩৯টি বিধানসভা আসনে ভোট হয়। ভোট পর্ব শেষ হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই আসামের এক সাংবাদিক নেটমাধ্যমে ওই ভিডিও টুইট করেন। যেখান দেখা যাচ্ছে, একটি সাদা রঙের বোলেরো গাড়িতে ইভিএম নিয়ে যাওয়া হচ্ছে। ভিডিও’র সঙ্গে ‘ব্রেকিং’ লিখে ওই ব্যক্তির দাবি, “পাথরকান্দির বিজেপি প্রার্থী তথা বিদায়ী বিধায়ক কৃষ্ণেন্দু পলের গাড়িতে ইভিএম উদ্ধারের পর উত্তেজনা চলছে।”

পুরো ঘটনায় নির্বাচন কমিশনের হস্তক্ষেপ দাবি করেছেন প্রিয়াঙ্কা। সেই সঙ্গে বিজেপিকে কটাক্ষ করতেও ছাড়েননি তিনি।

টুইটারে লেখেন, “ভোটের সময় যখনই কোনো প্রাইভেট গাড়িতে ইভিএম নিয়ে যাওয়ার ছবি ধরা পড়ে, আশ্চর্যজনকভাবে প্রতিবারই তাতে কিছু মিল পাওয়া যায়।”

কী সেই মিল? প্রিয়াঙ্কার মতে, “ওই গাড়িগুলো সাধারণত বিজেপি প্রার্থীর হয়। ভিডিওগুলো বিচ্ছিন্ন ঘটনা বলে চালিয়ে দেওয়া হয়। যারা এ ধরনের ভিডিও ফাঁস করেন, তাদের ‘অনুগত’ সংবাদমাধ্যমকে দিয়ে হেরোদের কাজ বলে চালিয়ে দেওয়া চেষ্টা করে বিজেপি। বাস্তবতা হলো, এ ধরনের ঘটনায় কোনো পদক্ষেপ নেওয়া হয় না।”

প্রিয়াঙ্কার পর বিজেপির বিরুদ্ধে ‘রিগিং’ করে ‘ভোট চুরি’র অভিযোগ তুলেছেন আসাম কংগ্রেসের একাধিক শীর্ষ নেতা। সংসদ সদস্য প্রদ্যোৎ বরদলৈ, গৌরব গগৈ এবং আসাম কংগ্রেসের জিতেন্দ্র সিংহ, রকিবুল হাসানেরা বিজেপি-র বিরুদ্ধে একের পর এক টুইট করেছেন।

কংগ্রেস নেতৃত্ব এই ঘটনা নিয়ে বিজেপিকে আক্রমণ করলেও ওই কেন্দ্রের বুথকর্মীরা কৃষ্ণেন্দুর গাড়িতে ইভিএম নিয়ে যাওয়ার জন্য ‘লিফট’ নিয়েছিলেন বলে দাবি করেন। বিরোধী দলের কর্মী-সমর্থকেরা গাড়িটিকে ঘিরে ধরলে তাদের হঠাতে পুলিশ শূন্যে গুলিও চালায়।

শেয়ার করতে চাইলে...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ...
© বাংলা বাহন সকল অধিকার সংরক্ষিত ২০১৯-২০২৪।
ডিজাইন ও আইটি সাপোর্ট: বাংলা বাহন
error: Content is protected !!