1. admin@banglabahon.com : Md Sohel Reza :
২৫ শে ফেব্রুয়ারি জেলা পর্যায়ে বিএনপি’র নীরব পদযাত্রা
শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭:৪২ অপরাহ্ন

২৫ শে ফেব্রুয়ারি জেলা পর্যায়ে বিএনপি’র নীরব পদযাত্রা

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশ: শনিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৩

আগামী ২৫ শে ফেব্রুয়ারি জেলা পর্যায়ে নীরব পদযাত্রা করবে বিএনপিসহ সমমনা জোট ও দলগুলো। যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে আজ বিএনপিসহ সমমনা দল ও জোট এই নতুন কর্মসূচি ঘোষণা করে।

বিএনপির কেন্দ্রীয় দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৫ ফেব্রুয়ারি সব জেলায় পদযাত্রা হবে। সরকারের পদত্যাগ, সংসদ বিলুপ্ত, নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য, গ্যাস-বিদ্যুতের দাম কমানোসহ ১০ দফা দাবিতে এই পদযাত্রা হবে।

আজ ময়মনসিংহে স্থায়ী কমিটির মির্জা আব্বাস, নারায়ণগঞ্জে স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, সিলেটে স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, চট্টগ্রামে স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, বরিশালে স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান, রাজশাহীতে স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু, খুলনায় ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, কুমিল্লায় ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান, গাজীপুরে ভাইস চেয়ারম্যান অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন, ফরিদপুরে ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু এবং রংপুরে যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল পদযাত্রা থেকে এই কর্মসূচি ঘোষণা করেন।

এর আগে সকালে ফকিরাপুল পানির ট্যাংকের কাছে পদযাত্রাপূর্ব সংক্ষিপ্ত সমাবেশে শেষে বক্তব্য করেন ১২ দলীয় জোটের সমন্বয়কারী জাতীয় পার্টির (কাজী জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার।

গত ডিসেম্বর থেকে বিএনপিসহ সমমনা জোট যুগপৎভাবে অভিন্ন কর্মসূচি নিয়ে আন্দোলন শুরু করে। তারা গত দেড় মাসে সারা দেশে গণমিছিল, অবস্থান কর্মসূচি, বিক্ষোভ সমাবেশ ও বিভাগীয় সমাবেশ করেছে।

গত ১১ ফেব্রুয়ারি ইউনিয়ন পর্যায়ে পদযাত্রার কর্মসূচির মধ্যদিয়ে তৃণমূল পর্যায়ে আন্দোলন শুরু করে বিএনপিসহ সমমনা জোটগুলো। শুক্রবার ও আজ সারা দেশে মহানগরে পদযাত্রা কর্মসূচির পর এই নতুন কর্মসূচি দেওয়া হলো।

এছাড়া ঢাকা মহানগর বিএনপি রাজধানীর পাঁচ জায়গায় থেকে পাঁচদিন নীবর পদযাত্রা করে।

শেয়ার করতে চাইলে...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ...
© বাংলা বাহন সকল অধিকার সংরক্ষিত ২০১৯-২০২৪।
ডিজাইন ও আইটি সাপোর্ট: বাংলা বাহন
error: Content is protected !!