1. admin@banglabahon.com : Md Sohel Reza :
বাংলাদেশি ও ভারতীয়দের ভ্রমণ ফি বসালো ভুটান
মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ০২:৩১ অপরাহ্ন

বাংলাদেশি ও ভারতীয়দের ভ্রমণ ফি বসালো ভুটান

ভ্রমণ ডেস্ক:
  • প্রকাশ: সোমবার, ৬ এপ্রিল, ২০২০

বাংলাদেশ, ভারত ও মালদ্বীপসহ ‘আঞ্চলিক পর্যটকদের’ ভুটানে অবস্থান করতে দিনে প্রায় ১,৪৪৬ টাকা করে ফি গুনতে হবে।

আগামী জুলাই থেকে থিম্পু পর্যটকদের ওপর ‘টেকসই উন্নয়ন ফি (এসডিএফ)’ নামে এই করারোপ করছে।

দ্য হিন্দু জানায়, দেশটির ন্যাশনাল অ্যাসেম্বলি মঙ্গলবার ‘টুরিজম লেভি অ্যান্ড ইগজেম্পশন বিল অব ভুটান-২০২০’ নামের বিলটি পাস করে।

‘আঞ্চলিক পর্যটক’ ছাড়া অন্য বিদেশিদের ক্ষেত্রে ৬৫ ডলার তথা ৫,৫২৮টাকা করে করারোপ করা হয়েছে। একই সঙ্গে তাদেরকে বাধ্যতামূলক ‘কভার চার্জ’ হিসেবে দিনপ্রতি ২৫০ ডলার তথা ২১ হাজার ২৬৮ টাকা দিতে হবে।

বাংলাদেশ, ভারত ও মালদ্বীপ থেকে যাওয়া পর্যটকদের মধ্যে যাদের বয়স ৫ বছরের কম তাদেরকে কর দিতে হবে না। তবে যাদের বয়স ৬ থেকে ১২ বছর তাদেরকে দিনে ৭১৭ টাকা দিতে হবে।

ভারতীয়সহ অন্য পর্যটকরা সাধারণত পশ্চিম ভুটানের উন্নত এলাকায় বেশি ভ্রমণ করে থাকেন। এজন্য দেশটির পূর্বাঞ্চলের ২০ জেলার মধ্যে ১১টি জেলার পর্যটকদের ওপর কর অব্যাহতি দেওয়ার সিদ্ধান্তও হয়েছে দেশটির পার্লামেন্টে।

ভুটানের পর্যটন পরিষদের পরিচালক দর্জি ধ্রাদুল বলেছেন, আঞ্চলিক পর্যটকদের আরও ভ্রমণ সুবিধা দিতে এই ফি আরোপের ধারণাটি বাস্তবায়ন করা হচ্ছে।

শেয়ার করতে চাইলে...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ...
© বাংলা বাহন সকল অধিকার সংরক্ষিত ২০১৯-২০২৪।
ডিজাইন ও আইটি সাপোর্ট: বাংলা বাহন
error: Content is protected !!