1. admin@banglabahon.com : Md Sohel Reza :
দেশে করোনায় আরও ১৫ জনের মৃত্যু, নতুন সনাক্ত ২৬৬ জন
বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ০৭:২১ পূর্বাহ্ন

দেশে করোনায় আরও ১৫ জনের মৃত্যু, নতুন সনাক্ত ২৬৬ জন

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশ: শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২০
ছবি: স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক।

দেশে গত ২৪ ঘণ্টায় আরও ১৫ জন করোনাভাইরাসে (কভিড-১৯) মারা গেছেন। এ নিয়ে দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে ৭৫ জনে দাঁড়িয়েছে।

একই সময়ে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন আরও ২৬৬ জন। এ নিয়ে মোট আক্রান্ত হয়েছেন ১ হাজার ৮৩৮ জন।

শুক্রবার আড়াইটায় স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এ তথ্য জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

গত ২৪ ঘণ্টায় ২ হাজার ১৯০টি নমুনা পরীক্ষা করা হয়েছে জানিয়ে তিনি বলেন, এই সময়ে আক্রান্তের সংখ্যা কম হলেও মৃত্যুর সংখ্যাটা একটু বেশি।

স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, বর্তমানে দেশের ৪০টি জেলায় করোনা রোগী পাওয়া গেছে। অধিকাংশই ঢাকা এবং নারায়ণগঞ্জ থেকে যাওয়াদের মাধ্যমে সংক্রমণ ছড়িয়েছে।

লকডাউন কার্যকর আরও জোরদার করার আহ্বান জানিয়ে তিনি বলেন, হাট-বাজারে লোকজন ভিড় করছে। অবাধে রিকশা চলছে। ত্রাণ বিতরণের সময়ও করোনা ছড়াচ্ছে। এসব বিষয়ে নজর দিতে হবে।

জাহিদ মালেক বলেন, কার্যকর লকডাউন দিয়ে স্পেন ও ইতালি সংক্রমণ অনেক কমিয়ে এনেছে। আমরা যদি ২৫ এপ্রিল পর্যন্ত ঘরে থাকি, আমাদের জয় হবে।

তিনি আরও জানান, ইতোমধ্যে ডাক্তার, নার্স, সেনা সদস্য ও গণমাধ্যম সদস্য অনেকে আক্রান্ত হয়েছেন। আমরা তাদের সুস্থতা কামানা করি। আর যারা মারা গেছেন তাদের আত্মার শান্তি কামনা করি।

শেয়ার করতে চাইলে...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ...
© বাংলা বাহন সকল অধিকার সংরক্ষিত ২০১৯-২০২৪।
ডিজাইন ও আইটি সাপোর্ট: বাংলা বাহন
error: Content is protected !!