1. admin@banglabahon.com : Md Sohel Reza :
নারায়ণগঞ্জে থানায় নির্যাতন মামলায় সাবেক ওসি ও এসআই কারাগারে
মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ০৫:০১ অপরাহ্ন

নারায়ণগঞ্জে থানায় নির্যাতন মামলায় সাবেক ওসি ও এসআই কারাগারে

নারায়ণগঞ্জ সংবাদদাতা
  • প্রকাশ: রবিবার, ১২ মার্চ, ২০২৩
নারায়ণগঞ্জে থানায় নির্যাতন মামলায় সাবেক ওসি ও এসআই কারাগারে
আদালতের বিচারিক আদেশ। প্রতিকী

নারায়ণগঞ্জে তিন ব্যক্তিকে থানায় এনে নির্যাতন মামলায় জামিন নামঞ্জুর করে পুলিশের সাবেক ওসি ও এসআইকে কারাগারে পাঠানোর আদেশ দেয়া হয়েছে। আজ দুপুরে জেলা ও দায়রা জজ আস-শাসম জগলুল হোসেন এই আদেশ দেন।

আসামিরা হলেন: সোনারগাঁ থানার সাবেক ওসি মোরশেদ আলম ও এসআই সাধন বসাক।

ভূক্তভোগী আনিসুর রহমান আলমগীর জানান, জমির বিরোধে প্রতিপক্ষের কাছ থেকে আর্থিক সুবিধা নিয়ে ২০১৮ সালের ৭ই অক্টোবর তাকেসহ স্থানীয় যুবলীগ নেতা জাহিদুল ইসলাম স্বপন ও বাবুল হোসেনকে বাসা থেকে তুলে থানায় আনেন তৎকালীন ওই ওসি ও এসআই। সেখানে তাদের হাত-পা ও চোখ বেঁধে নির্যাতন করেন তারা।

এ সময় সজ্ঞান হারালে আলমগীরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়। স্বপনের কাছে ওসি ও এসআই চাঁদা দাবি করেন । চাঁদা না দিলে ক্রসফায়ারে দিয়ে হত্যারও হুমকি দেন তারা। এ ঘটনায় স্বপন আদালতে এ দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা করেন।

আসামিরা সাক্ষী না দেয়ার জন্য বিভিন্নভাবে হুমকি দিলে আলমগীর আরেকটি মামলা করেন।

জেলা আদালত পুলিশের পরিদর্শক মো. আসাদুজ্জামান জানান, ২০১৯ সালের ১৪ নভেম্বর নির্যাতন ও হেফাজতে মৃত্যু (নিবারণ) আইনে দায়ের করা মামলা তদন্ত শেষে গত ৯ ফেব্রুয়ারি আদালত ওসি মোরশেদ আলম ও এসআই সাধন বসাকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

আসামিরা হাইকোর্ট থেকে চার সপ্তাহের আগাম জামিন নেন। আজ জজ কোর্টে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে বিচারক তা নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। তাদের কারাগারে পাঠানো হয়েছে।

ঘরে বসে আয় করতে চান? ফ্রিল্যান্সিং করুন ফাইভারে

শেয়ার করতে চাইলে...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ...
© বাংলা বাহন সকল অধিকার সংরক্ষিত ২০১৯-২০২৪।
ডিজাইন ও আইটি সাপোর্ট: বাংলা বাহন
error: Content is protected !!