1. admin@banglabahon.com : Md Sohel Reza :
ডেঙ্গুতে আরও ৩১৫ রোগী হাসপাতালে, মৃত্যু ১
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৪:৩৩ অপরাহ্ন

ডেঙ্গুতে আরও ৩১৫ রোগী হাসপাতালে, মৃত্যু ১

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশ: রবিবার, ৫ সেপ্টেম্বর, ২০২১
Dengue_Fever

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ৩১৫ নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ২৬২ জন ঢাকার বিভিন্ন হাসপাতালে এবং ৫৩ জন ঢাকার বাইরের হাসপাতালে চিকিৎসাধীন।

রবিবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর এসব তথ্য জানায়। এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে সারা দেশে ৫২ জনের মৃত্যু হয়েছে। হাসপাতালে ভর্তি হওয়া রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১১ হাজার ৮১৬ জনে।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, চলতি সেপ্টেম্বর মাসের প্রথম পাঁচ দিনে ১ হাজার ৪৬০ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে। এর আগে, আগস্ট মাসে ডেঙ্গু শনাক্ত হয়েছে ৭৬৯৮ জনের। গত জুলাই মাসে ২২৮৬ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হন। এ ছাড়া জুন মাসে ২৭২ জন ও মে মাসে ৪৩ জনের ডেঙ্গু শনাক্ত হয়।

বর্তমানে রাজধানী বিভিন্ন হাসপাতালে ১১৩১ জন ও ঢাকার বাইরে ১৪৯ জন ডেঙ্গু রোগী চিকিৎসা নিচ্ছেন।

শেয়ার করতে চাইলে...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ...
© বাংলা বাহন সকল অধিকার সংরক্ষিত ২০১৯-২০২৪।
ডিজাইন ও আইটি সাপোর্ট: বাংলা বাহন
error: Content is protected !!