1. admin@banglabahon.com : Md Sohel Reza :
টিকা নেয়ার এক মাস পর চিকিৎসক করোনায় আক্রান্ত
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ০৫:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম

টিকা নেয়ার এক মাস পর চিকিৎসক করোনায় আক্রান্ত

যশোর সংবাদদাতা
  • প্রকাশ: রবিবার, ২১ মার্চ, ২০২১

করোনাভাইরাস থেকে সুরক্ষার জন্য টিকা নেয়ার ৩৬ দিন পর করোনায় আক্রান্ত হয়েছেন যশোর ২৫০ শয্যা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মো. আরিফ আহমেদ।

বর্তমানে তিনি শহরের খড়কি স্টেডিয়ামপাড়স্থ বাসভবনে অবস্থান করছেন।

করোনা ভ্যাকসিন প্রদানের শুরুতেই গত ৭ ফেব্রুয়ারি আরিফ আহমেদ করোনা টিকা গ্রহণ করেন।

এদিন যশোরের জনপ্রতিনিধি, জেলা প্রশাসক, পুলিশ সুপার, সিভিল সার্জন, হাসপাতাল তত্ত্বাবধায়ক, যশোর প্রেস ক্লাবের সভাপতিসহ অনেকেই উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে করোনা টিকা গ্রহণ করেন।

এর আগে করোনা মহামারির ভয়ংকর অবস্থার মধ্যে করোনা প্রতিরোধে কাজ করলেও ১১ মাসেও আক্রান্ত হননি আরএমও ডা. আরিফ আহমেদ।

গত ৭ ফেব্রুয়ারি করোনা টিকা গ্রহণ করার ৩৬ দিন পর তিনি করোনায় আক্রান্ত হলেন।

ডা. আরিফ আহমেদ রোববার রাতে দেশ রূপান্তরকে বলেন, করোনা টিকা নেওয়া হয়েছে এ কথা ঠিক। কিন্তু কোনো কারণে হয়তো ভাইরাসের ইনফেকশন হতে পারে। অথবা, আগেও ইনফেকশন থাকতে পারে।

যশোর ২৫০ শয্যা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. দিলীপ কুমার রায় ডা. আরিফ আহমেদের করোনায় আক্রান্ত হওয়ার কথা নিশ্চিত করে বলেন, একজন কর্মঠ ব্যক্তি বাসায় অবস্থান করছেন করোনায় আক্রান্ত হয়ে। করোনামুক্ত হলেও শরীরের দুর্বলতা কাটাতে আরও সময় লাগবে।

তিনি বলেন, হাসপাতাল পরিচালনা করতে অনেকটা সমস্যা হচ্ছে।

গতকাল পর্যন্ত জেলায় ৪ হাজার ৯৩৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন বলে জানান সিভিল সার্জন শেখ শাহীন আহমেদ।

শেয়ার করতে চাইলে...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ...
© বাংলা বাহন সকল অধিকার সংরক্ষিত ২০১৯-২০২৪।
ডিজাইন ও আইটি সাপোর্ট: বাংলা বাহন
error: Content is protected !!