1. admin@banglabahon.com : Md Sohel Reza :
হুমায়ুন আজাদ হত্যায় চারজনের মৃত্যুদণ্ড
শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৬:৪৭ পূর্বাহ্ন

হুমায়ুন আজাদ হত্যায় চারজনের মৃত্যুদণ্ড

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশ: বুধবার, ১৩ এপ্রিল, ২০২২
অধ্যাপক ড. হুমায়ুন আজাদ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও লেখক ড. হুমায়ুন আজাদ হত্যার দায়ে চারজনের মৃত্যুদণ্ড দেয়া হয়েছে। ঢাকার চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ আল মামুন এ দণ্ডাদেশ দেন।

দণ্ডপ্রাপ্ত হলেন- জেএমবির সূরা সদস্য মিজানুর রহমান ওরফে মিনহাজ শফিক, আনোয়ার আলম ওরফে ভাগ্নে শহিদ, জামায়াতে মুজাহিদুন বাংলাদেশের (জেএমবি) সূরা সদস্য সালাহউদ্দিন ওরফে সালেহীন ও নুর মোহাম্মদ ওরফে সাবু।

দণ্ডিতদের মধ্যে শেষের দু’জন পলাতক আছেন। এ ছাড়া রাকিবুল হাসান ওরফে হাফিজ মাহামুদ ক্রসফায়ারে নিহত হয়েছেন।

২০০৪ সালের ২৭ ফেব্রুয়ারি একুশে বই মেলা থেকে বাসায় ফেরার পথে বাংলা একাডেমির উল্টাদিকে ফুটপাতে সন্ত্রাসী হামলার শিকার হয়ে মারাত্মক আহত হন হুমায়ুন আজাদ। এ হামলার পর তিনি ২২ দিন সিএমএইচ হাসপাতালে এবং ৪৮ দিন ব্যাংককে চিকিৎসারত ছিলেন। ২০০৪ সালের ১২ আগস্ট (জার্মান সময়) ড. হুমায়ুন আজাদ জার্মানির মিউনিকে মারা যান।

২০১২ সালের ৩০ এপ্রিল সিআইডি’র পরিদর্শক লুৎফর রহমান ওই পাঁচ আসামিকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন।

২০১৪ সালের ২৩ ফেব্রুয়ারি প্রিজনভ্যান থেকে যে তিন আসামি ছিনিয়ে নেয় জঙ্গিরা, ওই তিনজনের মধ্যে দুজন সালাহউদ্দিন ওরফে সালেহীন এবং রাকিবুল হাসান ওরফে হাফিজ মাহামুদ। এদের মধ্যে রাকিব ওইদিন রাতে ধরা পড়েন এবং পরে ক্রসফায়ারে নিহত হন।

শেয়ার করতে চাইলে...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ...
© বাংলা বাহন সকল অধিকার সংরক্ষিত ২০১৯-২০২৪।
ডিজাইন ও আইটি সাপোর্ট: বাংলা বাহন
error: Content is protected !!