1. admin@banglabahon.com : Md Sohel Reza :
করোনায় দেশে ২৪ ঘণ্টায় আরও ২১০ মৃত্যু, শনাক্ত ১২৩৮৩
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১০:৫১ অপরাহ্ন

করোনায় দেশে ২৪ ঘণ্টায় আরও ২১০ মৃত্যু, শনাক্ত ১২৩৮৩

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশ: বুধবার, ১৪ জুলাই, ২০২১
Corona_Death

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে সংক্রমিত আরও ২১০ জনের মৃত্যু হয়েছে। এ সময় নতুন রোগী শনাক্ত হয়েছে ১২ হাজার ৩৮৩ জন। বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে এ তথ্য জানানো হয়।

এর আগে, গতকাল করোনায় ২০৩ জন, গত পরশু ২২০ জন ও ১১ এপ্রিল এ পর্যন্ত একদিনে সর্বোচ্চ ২৩০ জন মারা গিয়েছিল।

আজ ২১০ জনসহ দেশে এ পর্যন্ত ১৭ হাজার ৫২ জন করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন।

আজকের শনাক্তসহ দেশে এ পর্যন্ত ১০ লাখ ৫৯ হাজার ৫৩৮ জনের করোনা শনাক্ত হয়েছে। গত পরশু দেশে একদিনে সর্বোচ্চ ১৩ হাজার ৭৬৮ জনের করোনা শনাক্ত হয়েছিল।

স্বাস্থ্য অধিদপ্তর থেকে দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে এতে বলা হয়, মঙ্গলবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় অ্যান্টিজেন ও আরটি-পিসিআর পদ্ধতিতে ৪২ হাজার ৪৯০টি নমুনা পরীক্ষা করে আরও ১২ হাজার ৩৮৩ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২৯ দশমিক ১৪ শতাংশ।

আজ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ২১০ জনের মধ্যে ১৩১ জন পুরুষ ও ৭৯ জন নারী। বয়সভিত্তিক বিশ্লেষণে তাদের মধ্যে একজনের বয়স ১১-২০ বছরের মধ্যে, সাত জনের বয়স ২১-৩০ বছরের মধ্যে, ১৪ জনের বয়স ৩১-৪০ বছরের মধ্যে, ২৯ জনের বয়স ৪১-৫০ বছরের মধ্যে, ৫২ জনের বয়স ৫১-৬০ বছরের মধ্যে ও ষাটোর্ধ্ব ১০৭ জন।

গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ৬৯ জনের মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। এরপর খুলনা বিভাগে দ্বিতীয় সর্বোচ্চ ৪৬ জনের মৃত্যু হয়েছে। ময়মনসিংহ বিভাগে এ সময়ে সবচেয়ে কম নয় জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া, চট্টগ্রাম বিভাগে ৩৯ জন, রাজশাহী বিভাগে ১৫ জন, রংপুর বিভাগে ১৪ জন, বরিশাল বিভাগে ১০ জন ও সিলেট বিভাগে নয় জন মারা গেছেন।

২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে সর্বোচ্চ পাঁচ হাজার ৫৮ জনের করোনা শনাক্ত হয়েছে। এছাড়া, চট্টগ্রাম বিভাগে দুই হাজার ৪৭০ জন, খুলনা বিভাগে এক হাজার ৬২১ জন, রাজশাহী বিভাগে এক হাজার ১৯৬ জন, রংপুর বিভাগে ৫৮৮ জন, বরিশাল বিভাগে ৫৩৩ জন, ময়মনসিংহ বিভাগে ৪৮৪ জন ও সিলেট বিভাগে ৪৩৩ জনের করোনা শনাক্ত হয়েছে।

একই সময়ে দেশে সুস্থ হয়েছেন আট হাজার ২৪৫ জন। মোট সুস্থ হয়েছেন আট লাখ ৯৭ হাজার ৪১২ জন।

বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, দেশে এখন পর্যন্ত মোট পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৪ দশমিক ৯২ শতাংশ। মোট শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৪ দশমিক ৭০ শতাংশ ও মৃত্যুর হার এক দশমিক ৬১ শতাংশ।

শেয়ার করতে চাইলে...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ...
© বাংলা বাহন সকল অধিকার সংরক্ষিত ২০১৯-২০২৪।
ডিজাইন ও আইটি সাপোর্ট: বাংলা বাহন
error: Content is protected !!