1. admin@banglabahon.com : Md Sohel Reza :
করোনায় ইবনে সিনার চিফ রেডিওলজিস্ট কনসালটেন্টের মৃত্যু
বুধবার, ১৭ এপ্রিল ২০২৪, ১২:৪৩ পূর্বাহ্ন

করোনায় ইবনে সিনার চিফ রেডিওলজিস্ট কনসালটেন্টের মৃত্যু

বাংলা বাহন ডেস্ক
  • প্রকাশ: বুধবার, ১৩ মে, ২০২০

করোনাভাইরাসে (কভিড-১৯) আক্রান্ত হয়ে ইবনে সিনা ট্রাস্টের চিফ রেডিওলজিস্ট কনসালটেন্ট প্রফেসর ডা. মেজর (অব.) আবুল মোকারিম মো. মহসিন উদ্দিন মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মঙ্গলবার রাত ১১টা ২০ মিনিটে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) মারা যান এই বীর মুক্তিযোদ্ধা।

‘ফাউন্ডেশন ফর ডক্টর’স সেফটি, রাইটস অ্যান্ড রেসপন্সিবিলিটিজ’ নামের চিকিৎসকদের একটি সংগঠন তার মৃত্যুতে শোক জানিয়েছে।

বুধবার বাদ জোহর বনানী কবরস্থানে তাকে দাফন করা হবে।

জানা গেছে, তিনি করোনায় আক্রান্ত হয়ে প্রথমে ইবনে সিনা মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে সিএমএইচের আইসিইউতে ভর্তি ছিলেন।

এ নিয়ে দেশে করোনায় তৃতীয় কোনো চিকিৎসকের মৃত্যু হলো।

বিশ্বব্যাপী অত্যন্ত সংক্রামক করোনাভাইরাস ছড়িয়ে পড়লে পেশাজীবীদের মধ্যে রোগীদের সংস্পর্শে আসা চিকিৎসক এবং নার্সরাই বেশি আক্রান্ত হন।

শেয়ার করতে চাইলে...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ...
© বাংলা বাহন সকল অধিকার সংরক্ষিত ২০১৯-২০২৪।
ডিজাইন ও আইটি সাপোর্ট: বাংলা বাহন
error: Content is protected !!