1. admin@banglabahon.com : Md Sohel Reza :
দেশে করোনায় ২২৮ জনের মৃত্যু, সনাক্ত সাড়ে ১১ হাজার
মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ০১:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম

দেশে করোনায় ২২৮ জনের মৃত্যু, সনাক্ত সাড়ে ১১ হাজার

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশ: রবিবার, ২৫ জুলাই, ২০২১
Corona_Death

দেশে করোনা আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ২২৮ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে আরও ১১ হাজার ২৯১ জনের করোনা শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৩০ দশমিক ০৪ শতাংশ।

রবিবার বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে, গত সোমবার দেশে এ পর্যন্ত একদিনে সর্বোচ্চ ২৩১ জনের মৃত্যু হয়েছিল। গত ১২ জুলাই দেশে একদিনে সর্বোচ্চ ১৩ হাজার ৭৬৮ জনের করোনা শনাক্ত হয়েছিল।

এ পর্যন্ত দেশে ১৯ হাজার ২৭৪ জন করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় অ্যান্টিজেন ও আরটি-পিসিআর পদ্ধতিতে ৩৭ হাজার ৫৮৭টি নমুনা পরীক্ষায় আরও ১১ হাজার ২৯১ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৩০ দশমিক ০৪ শতাংশ।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ২২৮ জনের মধ্যে ১২৫ জন পুরুষ ও ১০৩ জন নারী।

এদের মধ্যে সর্বোচ্চ ৬৯ জনের মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। এরপর খুলনা বিভাগে দ্বিতীয় সর্বোচ্চ ৫০ জন মারা গেছেন। বরিশাল বিভাগে এ সময়ে সবচেয়ে কম ছয় জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া, চট্টগ্রাম বিভাগে ৪০ জন, রাজশাহী বিভাগে ২১ জন, রংপুর বিভাগে ১৬ জন, ময়মনসিংহ বিভাগে ১৫ জন ও সিলেট বিভাগে ১১ জন মারা গেছেন।

আর, তাদের মধ্যে দেশের সরকারি হাসপাতালে মারা গেছেন ১৭৪ জন, বেসরকারি হাসপাতালে ৪০ জন ও বাসায় মারা গেছেন ১৪ জন।

একই সময়ে দেশে সুস্থ হয়েছেন ১০ হাজার ৫৮৪ জন। মোট সুস্থ হয়েছেন নয় লাখ ৯৮ হাজার ৯২৩ জন।

বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, দেশে এখন পর্যন্ত মোট পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৫ দশমিক ৬২ শতাংশ। মোট শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৫ দশমিক ৭৭ শতাংশ ও মৃত্যুর হার ১ দশমিক ৬৫ শতাংশ।

শেয়ার করতে চাইলে...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ...
© বাংলা বাহন সকল অধিকার সংরক্ষিত ২০১৯-২০২৪।
ডিজাইন ও আইটি সাপোর্ট: বাংলা বাহন
error: Content is protected !!