1. admin@banglabahon.com : Md Sohel Reza :
এলপি গ্যাসের দাম বাড়লো ১০২ টাকা
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ০৯:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম

এলপি গ্যাসের দাম বাড়লো ১০২ টাকা

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ জুলাই, ২০২১
সারাদেশে একদরে বিক্রি হবে এলপি গ্যাস
এলপি গ্যস সিলিন্ডারের ছবি

বেসরকারি খাতে ১২ কেজি সিলিন্ডারের এলপি গ্যাসের দাম ১০২ টাকা বাড়িয়ে ৯৯৩ টাকা করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

বৃহস্পতিবার এক অনলাইন সংবাদ সম্মেলনের মাধ্যমে নতুন দাম ঘোষণা করেন বিইআরসি চেয়ারম্যান মো. আবদুল জলিল।

বিশ্ববাজারে দাম বাড়ায় দেশে ভোক্তাপর্যায়ে এলপিজির মূল্য সমন্বয় করা হয়েছে বলে তিনি জানান।

সংবাদ সম্মেলনে বলা হয়, বেসরকারি খাতে ১২ কেজি সিলিন্ডারের এলপিজি মূসকসহ ৮৯১ টাকা থেকে ১০২ টাকা বাড়িয়ে ৯৯৩ টাকা করা হয়েছে। এটি সর্বোচ্চ খুচরা মূল্য যা আগামী ১ আগস্ট থেকে কার্যকর হবে।

গত ১২ এপ্রিল দেশে প্রথমবারের মতো এলপিজির দাম নির্ধারণ করেছিল সংস্থাটি। এরপর থেকে প্রতি মাসে একবার দাম সমন্বয় করা হচ্ছে।

আর উৎপাদন পর্যায়ে ব্যয় পরিবর্তন না হওয়ায় রাষ্ট্রায়ত্ত কোম্পানির এলপিজির দাম পরিবর্তন করা হয়নি। সরকারি সাড়ে ১২ কেজি এলপিজির দাম আগের ৫৯১ টাকাই থাকছে। গাড়িতে ব্যবহৃত এলপিজির নতুন দাম প্রতি লিটার ৪৮ টাকা ৭১ পয়সা। আগে এটি ছিল ৪৪ টাকা।

গত ডিসেম্বরে বিইআরসিতে মূল্যবৃদ্ধির প্রস্তাব করে এলপিজি সরবরাহকারী কোম্পানিগুলো।

শেয়ার করতে চাইলে...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ...
© বাংলা বাহন সকল অধিকার সংরক্ষিত ২০১৯-২০২৪।
ডিজাইন ও আইটি সাপোর্ট: বাংলা বাহন
error: Content is protected !!