1. admin@banglabahon.com : Md Sohel Reza :
উত্তরবঙ্গে মৃদু ভূমিকম্প
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ০৫:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম

উত্তরবঙ্গে মৃদু ভূমিকম্প

বাংলা বাহন ডেস্ক
  • প্রকাশ: মঙ্গলবার, ৬ এপ্রিল, ২০২১

উত্তরবঙ্গের প্রায় সব জেলায় ভূমিকম্প হয়েছে। সোমবার রাত ৯টা ২০ মিনিটের পর মৃদু ভূমিকম্প অনুভূত হয় বলে আমাদের জেলা প্রতিনিধিরা জানান।

রংপুর প্রতিনিধি জানান, রাত ৯টা ২৩ মিনিটে রংপুরে ভূমিকম্প হয়। আবহাওয়া অফিস সূত্র জানিয়েছে, পাঁচ দশমিক ছয় মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। এর উৎপত্তিস্থল ভারতের সিকিম। উত্তরবঙ্গের রাজশাহী, লালমনিরহাট, জয়পুরহাট, নীলফামারিসহ সব জেলায় ভূমিকম্প হয়। তবে এতে ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

আমাদের ঠাকুরগাঁও প্রতিনিধি জানান, সোমবার রাত ৯টা ২১ মিনিটে সাত সেকেন্ডের এ ভূমিকম্প হয়। এ সময় তড়িঘড়ি করে ঘর থেকে অনেকে বেরিয়ে আসে। তবে কোথাও কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

ঠাকুরগাঁও শহরের নিশ্চিন্তপুর গ্রামের শিক্ষার্থী তামীম তাজ বলেন, ওই সময় পড়ছিলাম, দেখছি হঠাৎ কেঁপে উঠল। টের পেয়ে দ্রুত ঘর থেকে বের হই। এরপর দেখি অনেকেই রাস্তায় বেরিয়ে এসেছেন।

একই গ্রামের হাচিনা বেগম বলেন, শুধু শুনলাম ঝনঝন শব্দ হলো। কী যেন কেঁপে উঠল। এতে ভয় পেলাম।

ঠাকুরগাঁও জেলা প্রশাসক ড.কেএম কামরুজ্জামান মৃদু ভূকম্পনের সত্যতা নিশ্চিত করে বলেন, ৫ থেকে ৭ সেকেন্ডের স্থায়ী ভূকম্পন হয়েছে। তবে ক্ষতির খবর পাওয়া যায়নি।

রাজশাহী থেকে নিজস্ব প্রতিবেদক জানান, ভূমিকম্প অনুভূত হয়েছে। তবে এ বিষয়ে আবহাওয়া অফিস তাৎক্ষণিক কোনো তথ্য দিতে পারেনি।

শেয়ার করতে চাইলে...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ...
© বাংলা বাহন সকল অধিকার সংরক্ষিত ২০১৯-২০২৪।
ডিজাইন ও আইটি সাপোর্ট: বাংলা বাহন
error: Content is protected !!