1. admin@banglabahon.com : Md Sohel Reza :
ইয়েমেনে বিমানবন্দরে হামলায় নিহত ২৬, আহত অর্ধশতাধিক
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১১:৩২ পূর্বাহ্ন

ইয়েমেনে বিমানবন্দরে হামলায় নিহত ২৬, আহত অর্ধশতাধিক

বিদেশ ডেস্ক
  • প্রকাশ: বৃহস্পতিবার, ৩১ ডিসেম্বর, ২০২০
TOPSHOT - Smoke billows at the Aden Airport on December 30, 2020, after explosions rocked the Yemeni airport shortly after the arrival of a plane carrying members of a new unity government. - Explosions rocked Yemen's Aden airport on Wednesday shortly after the arrival of a plane carrying members of a new unity government, an AFP correspondent at the scene said. "At least two explosions were heard as the cabinet members were leaving the aircraft," the correspondent said. Yemen's internationally recognised government and southern separatists formed a new power-sharing cabinet on December 18, and arrived in the southern city of Aden on Wednesday, days after being sworn in Saudi Arabia. (Photo by Saleh Al-OBEIDI / AFP)

ইয়েমেনের এডেন বিমানবন্দরে এক বিস্ফোরণে ২৬ জন নিহত হয়েছেন। এটা হুতি বিদ্রোহীদের কাপুরুষোচিত হামলা বলে আখ্যায়িত করেছেন কর্মকর্তারা।

দেশটির আন্তর্জাতিক সমর্থিত সরকারের নিয়ন্ত্রণাধীন অঞ্চলে নতুন গঠিত সৌদি আরব সমর্থিত মন্ত্রিসভার সদস্যদের নিয়ে একটি বিমান অবতরণের কয়েক মিনিট পর এই বিস্ফোরণ ঘটেছে।

বার্তা সংস্থা রয়টার্স ও এএফপির খবরে এমন তথ্য মিলেছে।

যদিও সরকারি মন্ত্রীরা সবাই অক্ষত আছেন। আরও অর্ধশতাধিক লোক আহত হয়েছেন। হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

রেডক্রোস জানিয়েছে, নিহতদের মধ্যে তাদের একজন কর্মী আছেন, আহত তিন।

আইসিআরসির অপারেশন পরিচালক ডমিনিক স্টিলহার্ট বলেন, গত পাঁচ বছরে ইয়েমেনি জনগণ মারাত্মক যন্ত্রণাকাতর জীবন করেছেন। আজকের এই হামলা তাদের দুঃখকে আরও বাড়িয়ে দেবে।

প্রাথমিক বিস্ফোরণের পর বিমানবন্দর থেকে কুণ্ডলী পাকানো ধোঁয়া উড়তে দেখা গেছে। পুরো এলাকাজুড়ে ধ্বংসস্তূপ ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে। আহতদের উদ্ধারে লোকজন যখন যাচ্ছিল, তখন দ্বিতীয়বারের বিস্ফোরণ ঘটে।

এএফপির এক ভিডিও ফুটেজে বিমানবন্দরের অ্যাপরনে একটি ক্ষেপণাস্ত্র আঘাত হানতে দেখা গেছে। এর আগে সেখানে মানুষের ভিড় ছিল।

সৌদি নেতৃত্বাধীন জোট বলছে, একটি হুতি ড্রোন আল-মাশিক প্রেসিডেন্ট প্রাসাদে আঘাত হানতে গেলে সেটি ধ্বংস করা হয়েছে।

ইয়েমেনের পাঁচ বছরের এই যুদ্ধে হাজার হাজার বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। আর ঘরবাড়ি থেকে বিতাড়িত হয়েছেন লাখ লাখ মানুষ। জাতিসংঘের ভাষায়, বিশ্বের সবচেয়ে বেশি মানবিক বিপর্যয় চলছে ইয়েমেনে।

দেশটির তথ্যমন্ত্রী মোয়াম্মার আল ইরয়ানি বলেন, নতুন সরকারের সব সদস্য অক্ষত বেরিয়ে আসতে পেরেছেন। হামলার জন্য হুতি বিদ্রোহীদের দায়ী করা হচ্ছে।

তিনি বলেন, আমরা আপনাদের নিশ্চিত করতে পারি যে, ইরান-সমর্থিত হুতিদের হামলা দেশের জন্য কাজ করা থেকে আমাদের বিরত রাখতে পারবে না।

দেশটির আন্তর্জাতিক সমর্থিত সরকারের নিয়ন্ত্রণাধীন অঞ্চলে নতুন গঠিত সৌদি আরব সমর্থিত মন্ত্রিসভার সদস্যদের নিয়ে একটি বিমান অবতরণের কয়েক মিনিট পর এই বিস্ফোরণ ঘটেছে।

শেয়ার করতে চাইলে...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ...
© বাংলা বাহন সকল অধিকার সংরক্ষিত ২০১৯-২০২৪।
ডিজাইন ও আইটি সাপোর্ট: বাংলা বাহন
error: Content is protected !!