1. admin@banglabahon.com : Md Sohel Reza :
লেবাননে বাড়ি ফেরা ২২ জনকে হত্যা করেছে ইসরাইলি সেনাবাহিনী
শুক্রবার, ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ১১:১১ অপরাহ্ন

লেবাননে বাড়ি ফেরা ২২ জনকে হত্যা করেছে ইসরাইলি সেনাবাহিনী

বিদেশ ডেস্ক
  • প্রকাশিত : সোমবার, ২৭ জানুয়ারী, ২০২৫

লেবাননের দক্ষিণ অঞ্চলে ২২ জনকে হত্যা করেছে ইসরাইলি সেনাবাহিনী। এসব মানুষেরা ইসরাইলি সামরিক আদেশ অমান্য করে নিজ বাড়ি ফিরে আসছিলেন। যদিও রবিবার (২৬ জানুয়ারি) যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী লেবানন থেকে ইসরাইলি সেনা প্রত্যাহার করে নেয়ার কথা ছিল; কিন্তু তারা তা করেনি।

আজ (২৭ জানুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।

লেবানন থেকে সেনা প্রত্যাহার না করার যুক্তিতে শুক্রবার (২৪ জানুয়ারি) ইসরাইল বলেছে, তারা হিজবুল্লাহর সঙ্গে গত বছরের যুদ্ধবিরতি চুক্তিতে নির্ধারিত সময়সীমার (২৬ জানুয়ারি) পরেও লেবাননের দক্ষিণাঞ্চলে সেনা মোতায়েন রাখবে কারণ লেবানন এখনো অঞ্চলটিকে হিজবুল্লাহমুক্ত এবং লেবাননের সেনাবাহিনী মোতায়েনের শর্তাবলী সম্পূর্ণরূপে বাস্তবায়ন করেনি।

এরইমধ্যে রোববার ২২ জনকে ইসরাইলি সেনাবাহিনী হত্যা করেছে বলে জানিয়েছে লেবানন কর্তৃপক্ষ। এদের মধ্যে লেবাননের একজন সেনাও রয়েছে বলে জানিয়েছে দেশটির সেনাবাহিনী।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, দক্ষিণাঞ্চলের বিভিন্ন শহরে প্রবেশকালে লেবানিজ নাগরিকদের ওপর ইসরাইলি সেনাবাহিনীর হামলায় ২২জন নিহত ও ১২৪ জন আহত হয়েছেন।

এদিকে, হোয়াইট হাউস রোববার এক বিবৃতিতে জানিয়েছে, যুক্তরাষ্ট্রের পর্যবেক্ষণে থাকা লেবানন ও ইসরাইলের মধ্যে চুক্তি ১৮ ফেব্রুয়ারি, ২০২৫ পর্যন্ত কার্যকর থাকবে।

প্রসঙ্গত, প্রথম দফায় যুদ্ধবিরতির মেয়াদ ছিল ২৬ জানুয়ারি পর্যন্ত। এর মধ্যেই লেবাননের দক্ষিণাঞ্চল থেকে সব ইসরাইলি সেনা প্রত্যাহারের কথা ছিল।

শেয়ার করতে চাইলে...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ...
© বাংলা বাহন সকল অধিকার সংরক্ষিত ২০১৯-২০২৫।
ওয়েবসাইট ডেভেলপমেন্ট ও কাস্টমাইজেশন: বাংলা বাহন আইটি টিম
error: Content is protected !!