1. admin@banglabahon.com : Md Sohel Reza :
‘আমার আশা, শ্রমিক-মালিকের সম্পর্কটা সুন্দরভাবে গড়ে তোলা’
মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪, ১২:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:

‘আমার আশা, শ্রমিক-মালিকের সম্পর্কটা সুন্দরভাবে গড়ে তোলা’

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৪
ছবি: অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।-ইন্টারনেট

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেন, ‘আমার একটা বড় আশা, যে সময় আমরা এখানে থাকব, শ্রমিক-মালিকের সম্পর্কটা সুন্দরভাবে গড়ে তোলা।’

আজ বিকালে রাজধানীর একটি হোটেলে ‘ন্যাশনাল বিজনেস ডায়ালগ’ শীর্ষক ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

জেনেভা কনভেনশনে বাংলাদেশের এখনো যোগ না দেয়ার প্রসঙ্গে প্রধান উপদেষ্টা বলেন, ‘এটা বহুদিন পড়ে আছে, আমরা জেনেভা কনভেনশনে যোগ দিতে পারি নাই। শ্রমিক, মালিক, সরকার সবাই যখন একটি টিম হলাম- ওটাও আমরা করে ফেলব। ওটা না করলে সামনে এগোনো কষ্ট হবে। যেখানেই যাবেন এটা বাধা দিবে। বলছে তোমরা শ্রমিকদের যা শর্ত, প্রাপ্য এগুলোতে তোমরা সই করতেছ না। কাজেই যদি আমাদের এগোতে হয়, পরিষ্কারভাবে হতে হবে।’

ব্যবসায়ীদের উদ্দেশে ড. মুহাম্মদ ইউনূস বলেন, ‘আমাদের সাহস দেন, এগিয়ে আসেন, আমরা সবাই মিলে আইএলও কনভেনশনে সই করে ফেলি।’

শেয়ার করতে চাইলে...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ...
© বাংলা বাহন সকল অধিকার সংরক্ষিত ২০১৯-২০২৪।
ওয়েবসাইট ডেভেলপমেন্ট ও কাস্টমাইজেশন: বাংলা বাহন আইটি টিম
error: Content is protected !!