দেশ থেকে পালিয়ে গিয়ে স্বৈরাচার শেখ হাসিনা ভারতে বসে চক্রান্ত করছেন বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
আজ দুপুরে মানিকগঞ্জের শিবালয় উপজেলার রুপসা গ্রামে ৫ই আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহীদ রফিকের বাড়িতে ‘আমরা বিএনপি পরিবার’ সহমর্মিতা ও সাক্ষাতকালে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।
তিনি বলেন,‘ খুনি হাসিনা দুই হাজার ছাত্র জনতাকে হত্যা করেছেন। দেশটাকে ডুবিয়ে ভারতে পালিয়ে গিয়ে বিভিন্ন ইস্যু তৈরি করে এখন সাম্প্রদায়িক দাঙ্গা করার অপচেষ্টা করছেন।’
সকালে চব্বিশের গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার গণআন্দোলন চলাকালে আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে মানিকগঞ্জ জেলায় শহীদ ও আহত পরিবারের স্বজনদের সাথে দেখা করেন ‘আমরা বিএনপি পরিবার’ এর একটি প্রতিনিধি দল। জেলায় শহীদ রফিকুল ইসলাম, আফিকুল ইসলাম সাদ ও ছায়াদ মাহমুদ খান এবং আহত সাকিব খান ও হাসনা হেনার পরিবারের সাথে সাক্ষাত ও আর্থিক সহায়তা করেন বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
তিনটি শহীদ ও দুটি আহত পরিবারের প্রতি বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমানের পক্ষ থেকে এই সহমর্মিতার বার্তা পৌঁছে দেন দলের সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও মানিকগঞ্জ জেলা বিএনপি’র সভাপতি আফরোজা খান রিতা, বিএনপি’র কোষাধ্যক্ষ ও ‘আমরা বিএনপি পরিবার’-এর উপদেষ্টা এম রশিদুজ্জামান মিল্লাত, ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, জেলা বিএনপি’র সহ-সভাপতি ড. খোন্দকার আকবর হোসেন বাবলু, ‘আমরা বিএনপি পরিবার’-এর আহবায়ক আতিকুর রহমান রুমন, সদস্য মাসুদ রানা লিটন, মুস্তাকিম বিল্লাহ, শাকিল আহমেদ, ফরহাদ আলী সজীব, শাহাদত হোসেন, জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সহ-সভাপতি হাবিবুল বাশার, যুগ্ম-সাধারণ সম্পাদক হাসনাইন নাহিয়ান সজীব, ছাত্রদল নেতা শারিফুল, মোহান, মিসবাহ-সহ মানিকগঞ্জ জেলা ও স্থানীয় বিএনপি’র নেতাকর্মীরা।