1. admin@banglabahon.com : Md Sohel Reza :
দুই মাস পিছিয়ে ঢাবির ভর্তি পরীক্ষার নতুন তারিখ ঘোষণা
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০২:২৬ অপরাহ্ন

দুই মাস পিছিয়ে ঢাবির ভর্তি পরীক্ষার নতুন তারিখ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ এপ্রিল, ২০২১

করোনা সংক্রমণের চলমান পরিস্থিতিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২০-২১ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা প্রায় দুই মাস পিছিয়েছে। বৃহস্পতিবার সকালে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা কমিটির জরুরি ভার্চুয়াল সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বৈঠকে সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। উপস্থিত ছিলেন বিভিন্ন অনুষদের ডিন ও ইউনিট প্রধানেরা।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী ২১ মে’র পরিবর্তে ৩১ জুলাই থেকে ভর্তি পরীক্ষা শুরু হবে।

নতুন তারিখ অনুযায়ী চারুকলা অনুষদভুক্ত চ ইউনিটের (সাধারণ জ্ঞান) পরীক্ষা ৩১ জুলাই, বিজ্ঞান অনুষদভুক্ত ক ইউনিটের পরীক্ষা ৬ আগস্ট, কলা অনুষদভুক্ত খ ইউনিটের পরীক্ষা ৭ আগস্ট, ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত গ ইউনটের পরীক্ষা ১৩ আগস্ট এবং সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ঘ ইউনিটের পরীক্ষা ১৪ আগস্ট অনুষ্ঠিত হবে।

এ ছাড়া চ ইউনিটের ভর্তি পরীক্ষা (অংকন)-র তারিখ যথাসময়ে জানিয়ে দেওয়া হবে।

তারিখ পিছিয়ে দেওয়া হলেও পরীক্ষাবিষয়ক অন্যান্য সিদ্ধান্তগুলোতে কোনো পরিবর্তন করা হয়নি। পরীক্ষার সময়সূচি, মানবণ্টন ইত্যাদি আগের সিদ্ধান্ত অনুযায়ীই হচ্ছে। এ ছাড়া আটটি বিভাগীয় শহরে এবারের ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্তটিও বহাল আছে।

গত ৮ মার্চ শুরু হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদন, চলে ৩১ মার্চ পর্যন্ত। পাঁচটি ইউনিটে এবার মোট আবেদন পড়েছে ৩ লাখ ২০ হাজারের বেশি। এর আগে ২০১৯-২০ শিক্ষাবর্ষে ভর্তির আবেদন করেছিলেন ২ লাখ ৭০ হাজারের বেশি শিক্ষার্থী।

শেয়ার করতে চাইলে...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ...
© বাংলা বাহন সকল অধিকার সংরক্ষিত ২০১৯-২০২৪।
ডিজাইন ও আইটি সাপোর্ট: বাংলা বাহন
error: Content is protected !!