দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। এ সময় হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৬৬ জন। এ নিয়ে এ বছরে মৃত্যু হয়েছে ৩৪২ জনের ও আক্রান্ত হয়েছেন ৬৯ হাজার ৯২২ রোগী।
আজ স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তিদের মধ্যে ঢাকা সিটি করপোরেশনের ২৪২ জন এবং বাকিরা ঢাকার বাইরের। এ সময়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ৫০১ জন। চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৬৯ হাজার ৯২২ জন। এর মধ্যে ছাড়পত্র পেয়েছেন ৬৫ হাজার ২৯৪ জন। মারা গেছেন ৩৪২ জন।