1. admin@banglabahon.com : Md Sohel Reza :
এবার চীনা অংশে গিয়ে সামরিক বৈঠকে বসছে ভারত
শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৩:৩৮ পূর্বাহ্ন

এবার চীনা অংশে গিয়ে সামরিক বৈঠকে বসছে ভারত

বিদেশ ডেস্ক
  • প্রকাশ: সোমবার, ২২ জুন, ২০২০

গালোয়ান উপত্যাকায় সংঘর্ষের ঘটনায় চীনা অংশে বেইজিং-দিল্লির মধ্যে উচ্চ পর্যায়ের সামরিক বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে।বুধবার লেফটেনেন্ট পর্যায়ে সামরিক বৈঠকটি পশ্চিম লাদাখের কাছে চীনা অংশের চুশুল এলাকার মলডোতে অনুষ্ঠিত হচ্ছে।

ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি সেনা সূত্রের বরাত দিয়ে জানায়, গালোয়ানসহ সব ইস্যুতে আলোচনা হবে। পাশাপাশি ফিঙ্গার্স ইস্যু থাকছে।

গণমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়েছে, এর আগে গত ৬ জুন এমন একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। ওই বৈঠকে ঠিক হয়, ভারত-চীন সীমান্তের উত্তেজনাকর পরিস্থিতিকে নিয়ন্ত্রণে আনতে সেখান থেকে বেইজিং তাদের সেনা প্রত্যাহার করবে। কিন্তু সে কথা রাখেনি চীন।

গত সপ্তাহে লাদাখের গালওয়ান উপত্যাকায় চীন-ভারতের মধ্যে সংঘর্ষ হয়। এতে এক কর্নেলসহ ভারতের ২০ সেনা নিহত হয়। এছাড়া ৭৬ সেনা সদস্য আহত হয়। অসমর্থিত সূত্রে ভারতীয় সংবাদ মাধ্যমে চীনের ৪৩ সেনা নিহত হয়েছে দাবি করা। তবে চীনের পক্ষ থেকে হতাহতের বিস্তারিত জানানো হয়নি। ওই দিনই ভারতীয় ১০ সেনাসদস্যকে ধরে নিয়ে যায় চীন। পরবর্তীতে দুই দেশের মধ্যে চলা সামরিক বৈঠকে তাদের ফেরত দেয় বেইজিং।

এরপরই শুক্রবার সর্বদলীয় বৈঠক ডাকেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখানে তিনি জানান, কেউ (চীন) সীমান্ত অতিক্রম করেনি।

পরবর্তীতে কূতনৈতিক পর্যায়ে আলোচনা হলেও উভয় দেশ সীমান্তে অতিরিক্ত সেনা মোতায়েন অব্যাহত রেখেছে।

শেয়ার করতে চাইলে...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ...
© বাংলা বাহন সকল অধিকার সংরক্ষিত ২০১৯-২০২৪।
ডিজাইন ও আইটি সাপোর্ট: বাংলা বাহন
error: Content is protected !!