1. admin@banglabahon.com : Md Sohel Reza :
র‌্যাবে আয়নাঘর ছিল, স্বীকার করলেন ডিজি
শুক্রবার, ২৪ জানুয়ারি ২০২৫, ০১:৩৭ পূর্বাহ্ন

র‌্যাবে আয়নাঘর ছিল, স্বীকার করলেন ডিজি

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪

শব্দ: ২০৩, পড়ুন: ১মিনিট ২০ সেকেণ্ড

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নে (র‌্যাব) আয়নাঘর ছিল এবং তা সেভাবেই রাখা হয়েছেন বলে জানালেন বাহিনীটির মহাপরিচালক (ডিজি) এ কে এম শহিদুর রহমান। এ ছাড়া র‌্যাবের বিরুদ্ধে ওঠা গুম ও খুনের অভিযোগের জন্য ক্ষমা চেয়েছেন তিনি।

আজ (বৃহস্পতিবার) দুপুরে রাজধানীর কারওয়ান বাজার র‍্যাব মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

র‍্যাব মহাপরিচালক বলেন, ‘র‌্যাবের বিরুদ্ধে গুম খুনসহ কিছু অভিযোগ আছে। র‌্যাবের দ্বারা যারা নির্যাতিত ও ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের কাছে ক্ষমা প্রার্থনা করছি। ভবিষ্যতে এ বাহিনী এমন কোনো কার্যক্রমে কারও নির্দেশে জড়িত হবে না। সুষ্ঠু তদন্তের মাধ্যমে সেসবের বিচার নিশ্চিত করা হবে।’

গত কয়েকদিন ধরে র‍্যাবের বিরুদ্ধে গুম খুনের অভিযোগের পাশাপাশি র‍্যাবের আয়নাঘর প্রসঙ্গে আলোচনা হচ্ছে। এ ব্যাপারে র‍্যাবের বক্তব্য কী? জানতে চাইলে তিনি বলেন, ‘র‍্যাবে আয়নাঘর ছিল, আছে। সেটা সেভাবেই রাখা হয়েছে। গুম, খুন কমিশন নির্দেশ দিয়েছে আয়নাঘরসহ যা যে অবস্থায় আছে সেভাবেই রাখার জন্য। আমরা কোনো পরিবর্তন, পরিবর্ধন করিনি। যা যে অবস্থায় ছিল, সে অবস্থাতেই রাখা হয়েছে।’

এ কে এম শহিদুর রহমান বলেন, ‘র‍্যাবের বিরুদ্ধে আয়নাঘর, গুম, খুনসহ যত ধরনের অভিযোগ ছিল তার তদন্ত করছে কমিশন। আমরা র‍্যাবের পক্ষ থেকে সব ধরনের সহায়তা করছি। আমরা মনে করি, তদন্তের ফলের ভিত্তিতেই আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন- র‍্যাবের এডিজি (অপারেশন্স) কর্নেল ইফতেখার আহমেদ, পরিচালক (আইন ও গণমাধ্যম) লেফটেন্যান্ট কর্নেল মুনীম ফেরদৌস।

শেয়ার করতে চাইলে...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ...
© বাংলা বাহন সকল অধিকার সংরক্ষিত ২০১৯-২০২৫।
ওয়েবসাইট ডেভেলপমেন্ট ও কাস্টমাইজেশন: বাংলা বাহন আইটি টিম
error: Content is protected !!