আকাশজয়ী জুলহাস রহমানকে সম্মাননা স্মারক দিয়েছে মানিকগঞ্জের শিবালয় উপজেলার ‘জাফরগঞ্জ সোসাইটি কেয়ার অ্যাসোসিয়েশন’। আজ সন্ধ্যায় জাফরগঞ্জ মেসার্স কাশেম-মায়া স’মিলস প্রাঙ্গণে তাঁর হাতে এই সম্মাননা স্মারক তুলে দেন অ্যাসোসিয়েশনের সভাপতি আবু নাইম ও সাধারণ সম্পাদক ওসমান গণিসহ সদস্যরা।
এ উপলক্ষ্যে অ্যাসোয়িশেনের পক্ষ থেকে সম্মাননা স্মারক ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। এতে নানা শ্রেণি পেশার মানুষ অংশগ্রহণ করেন।
অ্যাসোয়িশেনের সভাপতি আবু নাইম বলেন,‘জাফরগঞ্জ সোসাইটি কেয়ার অ্যাসোসিয়েশন’ একটি সমাজ সংস্কার, উন্নয়ন ও আর্ত-মানবতার সেবার অলাভজনক স্বেচ্ছাসেবী সংগঠন। এই অ্যাসোয়িশন সব সময়ই সেবামুলক কাজে অংশগ্রহণ করবে। আজ আমরা আকাশজয়ী জুলহাসকে সম্মান জানাতে পেরে আনন্দিত ও গর্বিতবোধ করছি। সবাইকে অ্যাসোয়িশনের সদস্য হতে ও সহযোগিতার আহ্বান জানাচ্ছি।’
অ্যাসোয়িশেনের সভাপতি আবু নাইমের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের উপস্থিত ছিলেন, মো. আলী জিন্নাহ, মাহবুবুর আলম হারুণ, সহিম উদ্দিন, মো. শাহিনুর রহমানসহ অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ ও সদস্যরা। দোয়া পরিচালনা করেন মাওলানা আব্দুল ওয়াদুদ।
প্রসঙ্গত, ইচ্ছাশক্তি, চেষ্টা ও পরিশ্রমে ‘উড়োজাহাজ’ তৈরি করেছেন মানিকগঞ্জের শিবালয় উপজেলার ষাইটঘর তেওতা গ্রামের জুলহাস। শুধু তৈরিই নয়, নিজেই সেটি সফলভাবে আকাশে উড়িয়েছেন। জাফরগঞ্জ এলাকায় যমুনা নদীর চরে নিজের তৈরি উড়োজাহাজে চড়ে উড়ে বেড়ান। সিভিল অ্যাভিভিয়েশনের উর্ধ্বতন কর্মকর্তারা, জেলা প্রশাসকসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, রাজনৈতিক নেতৃত্ববৃন্দ তাঁর তৈরি বিমান উড্ডয়নের দৃশ্য দেখতে সেখানে দু’ দফা উপস্থিত ছিলেন। সোস্যাল মিডিয়া ও সংবাদ মাধ্যমে এই খবর ছড়িয়ে পড়লে সারা দেশে তাঁর উদ্ভাবনী ‘উড়োজাহাজ’ হইচই পড়ে যায়।