1. admin@banglabahon.com : Md Sohel Reza :
প্রবাসীদের আবুধাবি-চট্টগ্রাম ‘কম খরচের’ ফ্লাইট
মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ০৪:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম

প্রবাসীদের আবুধাবি-চট্টগ্রাম ‘কম খরচের’ ফ্লাইট

বাংলা বাহন ডেস্ক
  • প্রকাশ: বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২০
Biman_

সংযুক্ত আরব আমিরাতের এয়ার অ্যারাবিয়া আবুধাবি এবার চট্টগ্রামেও ‘কম খরচের’ ফ্লাইট চালু করতে যাচ্ছে। প্রতিষ্ঠানটি মঙ্গলবার বিবৃতিতে জানিয়েছে, ২৫ অক্টোবর থেকে এই সেবা চালু হবে।

গত মাসে জানা যায়, আবুধাবি থেকে এই ফ্লাইট সপ্তাহে তিনদিন (রবি, বুধ এবং শুক্রবার) যাবে কাবুলে। বুধ এবং শুক্রবার দুদিন ঢাকায়।

গালফ নিউজ জানিয়েছে, চট্টগ্রামে সপ্তাহে দুদিন ফ্লাইট থাকবে।

গ্রাহকেরা সরাসরি সিট বুক করতে পারবেন। এ জন্য তাদের এয়ার অ্যারাবিয়ার ওয়েবসাইটে যেত হবে। ট্রাভেল এজেন্সির মাধ্যমেও টিকেট পাওয়া যাবে।

টিকেটের দাম ঠিক কত ধরা হয়েছে, সেটি প্রতিবেদনে উল্লেখ করা হয়নি। শুধু বলা হয়েছে দাম স্বাভাবিকের চেয়ে কম পড়বে।

সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ আবু জাফর গত আগস্টে এই পদক্ষেপকে ‘ব্লু কলার’ প্রবাসী কর্মীদের জন্য ‘স্বস্তির’ বলে মন্তব্য করেন।

জব মার্কেটে ‘হোয়াইট কলার’ এবং ‘ব্লু কলার’শ্রেণির দুটি টার্ম আছে। যারা গ্র্যাজুয়েট তাদের ‘হোয়াইট কলার’ বলে। ‘ব্লু কলার’ বলা হয় যারা ‘স্কিলড ওয়ার্কার’ তাদের। হয়তো কেউ শিক্ষাগত দিক থেকে গ্র্যাজুয়েট না, কিন্তু কোনো ডিপ্লোমা করা আছে তাদের বলা হয় ‘ব্লু কলার’। ‘ব্লু কলারে’র মধ্যে আবার দুটি ভাগ আছে- এর একটি ফরমাল ব্লু কলার, অন্যটি ইনফরমাল ব্লু কলার। বিভিন্ন প্রতিষ্ঠানে যারা অফিস সহকারী কিংবা ড্রাইভার কিংবা ক্লিনার হিসেবে চাকরি করেন, তাদের ফরমাল ব্লু কলার বলা হয়। ইনফরমাল ব্লু কলার করপোরেট জবের মতো না। তারা ফ্রিল্যান্স কাজ করেন।

আবু জাফর বলেন, ‘দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে আকাশ যোগাযোগ খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। এই পদক্ষেপ শ্রমিকদের স্বস্তি দেয়ার পাশাপাশি ভ্রমণ সহজ করবে। একই সঙ্গে দুই দেশের বাণিজ্যিক সম্পর্কেরও অগ্রগতি হবে।’

শেয়ার করতে চাইলে...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ...
© বাংলা বাহন সকল অধিকার সংরক্ষিত ২০১৯-২০২৪।
ডিজাইন ও আইটি সাপোর্ট: বাংলা বাহন
error: Content is protected !!