1. admin@banglabahon.com : Md Sohel Reza :
খালেদা জিয়ার করোনা নিয়ে ‘ভয় কেটেছে’ চিকিৎসকদের
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৯:১৫ অপরাহ্ন

খালেদা জিয়ার করোনা নিয়ে ‘ভয় কেটেছে’ চিকিৎসকদের

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশ: বুধবার, ২৮ এপ্রিল, ২০২১

হাসপাতালে ভর্তি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার করোনা জটিলতা নিয়ে ‘ভয় কেটে গেছে’ বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসকরা।

এতদিন হাসপাতালে নিতে না পারায় এখন তার আর্থারাইটিস ও ডায়াবেটিসসহ অন্যান্য রোগের পরীক্ষা-নিরীক্ষা করা হবে।

করোনা আক্রান্ত বিএনপির চেয়ারপারসনকে মঙ্গলবার রাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে।

করোনা পরবর্তী জটিলতা মোকাবিলায় সার্বক্ষণিক মনিটরিং করার জন্য তার মেডিকেল টিমের সদস্য ও হাসপাতালের চিকিৎসকদের পরামর্শে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক দলের সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন দেশ রূপান্তরকে বলেন, সিটি স্ক্যান ছাড়া যেসব পরীক্ষা বাসায় রেখে সম্ভব নয়, ওই সব পরীক্ষা এভারকেয়ার হাসপাতালে করানো হয়েছে।

বর্তমানে হৃদ্‌রোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. শাহাবুদ্দিন তালুকদারের তত্ত্বাবধানে খালেদা জিয়ার চিকিৎসা চলছে।

নিয়মিত চেক-আপের অংশ হিসেবে তার বেশ কিছু পরীক্ষা-নিরীক্ষা চলছে। এ সব পরীক্ষার রিপোর্ট দেখে তার চিকিৎসার করণীয় বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

ডা. জাহিদ বলেন, চেয়ারপারসনের করোনা নিয়ে যে ভয় ছিল, সেই ভয় কেটে গেছে। এখন পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকরা সিদ্ধান্ত নেবেন তাকে হাসপাতালে নাকি বাসায় চিকিৎসা দেওয়া হবে।

গত ১১ এপ্রিল খালেদা জিয়ার করোনা পজিটিভ আসে। দ্বিতীয় দফায় করোনার নমুনা জমা দেওয়ার পর ২৫ এপ্রিলের ফলাফলও পজিটিভ আসে। তবে তার শারীরিক অবস্থা ভালো বলেন জানান ব্যক্তিগত চিকিৎসক ডা. এফএম সিদ্দিকী।

শেয়ার করতে চাইলে...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ...
© বাংলা বাহন সকল অধিকার সংরক্ষিত ২০১৯-২০২৪।
ডিজাইন ও আইটি সাপোর্ট: বাংলা বাহন
error: Content is protected !!