1. admin@banglabahon.com : Md Sohel Reza :
এই দশক হবে সিদ্ধান্ত গ্রহণের: জলবায়ু পরিবর্তন নিয়ে বাইডেন
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ০৬:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম

এই দশক হবে সিদ্ধান্ত গ্রহণের: জলবায়ু পরিবর্তন নিয়ে বাইডেন

বিদেশ ডেস্ক
  • প্রকাশ: শুক্রবার, ২৩ এপ্রিল, ২০২১

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন একটি শীর্ষ সম্মেলনে বলেছেন, আমরা জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সিদ্ধান্ত গ্রহণের বছরে রয়েছি। চলতি দশকেই চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে বলে মত তার।

সেই সঙ্গে যুক্তরাষ্ট্রে ২০৩০ সালের মধ্যে কার্বন নিঃসরণের হার ২০০৫ সালের তুলনায় ৫০ থেকে ৫২ শতাংশ কমানোর প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। ২০৫০ সালের মধ্যে নিজ দেশের অর্থনীতিকে পুরোপুরি কার্বন মুক্ত করতে চান বাইডেন।

বাংলাদেশ, চীন, রাশিয়া ও ভারতসহ বিশ্বের ৪০টি দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানেরা ভার্চ্যুয়াল এই সম্মেলনে যোগ দিয়েছেন।

জো বাইডেন বলেন, ‘জলবায়ু পরিবর্তনের সবচেয়ে খারাপ পরিণতি এড়াতে এই দশকেই আমাদের সিদ্ধান্ত নিতে হবে।’

বাইডেনের এই সিদ্ধান্তকে ‘গেম চেঞ্জিং’ বলে উল্লেখ করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন।

জাপানের প্রধানমন্ত্রী ইয়োশিহিদো সুগা ২০৩০ সালের মধ্যে কার্বন নিঃসরণের মাত্রা ৪৬ শতাংশ কমানোর প্রতিশ্রুতি দিয়েছেন। কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোও কার্বন নিঃসরণ ৪০-৪৫ শতাংশ কমিয়ে আনার ঘোষণা দিয়েছেন।

তবে বিশ্বের সবচেয়ে বেশি কার্বন নিঃসরণকারী দুই দেশ ভারত ও চীন নতুন কোনো প্রতিশ্রুতি দেয়নি

শেয়ার করতে চাইলে...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ...
© বাংলা বাহন সকল অধিকার সংরক্ষিত ২০১৯-২০২৪।
ডিজাইন ও আইটি সাপোর্ট: বাংলা বাহন
error: Content is protected !!