1. admin@banglabahon.com : Md Sohel Reza :
ইতালিতে তিন দিনের কঠোর লকডাউন
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ০৬:২৩ পূর্বাহ্ন

ইতালিতে তিন দিনের কঠোর লকডাউন

বিদেশ ডেস্ক
  • প্রকাশ: শনিবার, ৩ এপ্রিল, ২০২১

ইস্টারের ছুটির দিনগুলোতে করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে রাখতে তিন দিনের কঠোর লকডাউন ঘোষণা করেছে ইতালি।

বিবিসি জানিয়েছে, দেশটি সব অঞ্চলকে রেড জোন হিসেবে ঘোষণা করেছে। করোনা প্রতিরোধ সংক্রান্ত বিধিনিষেধের ক্ষেত্রে এটাই তাদের সর্বোচ্চ ব্যবস্থা।

ইতালিতে করোনা এখন তৃতীয় ঢেউ শুরু করেছে। গত ২৪ ঘণ্টায় ২০ হাজার মানুষ আক্রান্ত হয়েছেন।

অপ্রয়োজনীয় চলাচল নিষিদ্ধ করা হয়েছে। তবে ইস্টারে জনসাধারণ নিজ নিজ বাড়িতে দুইজন একসঙ্গে খাওয়া-দাওয়া করতে পারবেন।

প্রার্থনালয়গুলো খোলা থাকলেও পুণ‌্যার্থীদের নিজ নিজ অঞ্চলে সেবা নিতে বলা হয়েছে। দ্বিতীয় বছরের মতো, পোপ ফ্রান্সিস জনমানব শূন্য সেন্ট পিটার্সবার্গে ইস্টার বার্তা দেবেন।

ইতালিতে এ পর্যন্ত ১ লাখ ১০ হাজারের বেশি মানুষ করোনায় প্রাণ হারিয়েছেন। ৩ কোটি ৬ লাখ ২৯ হাজার মানুষ প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন।

ইউরোপের আরো কয়েকটি দেশে করোনাভাইরাসের ‘তৃতীয় ঢেউ’ শুরু হয়েছে। এই হুমকির মুখে লক্ষ লক্ষ লোকের ওপর নতুন করে লকডাউন আরোপ করা হয়েছে।

স্বাস্থ্য কর্মকর্তারা মনে করছেন, ইউরোপে করোনার টিকাদানে ধীর গতি এবং অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিনের ব্যবহার সাময়িকভাবে বন্ধ রাখার ফলে সংক্রমণ আবার মাথাচাড়া দিচ্ছে।

করোনাভাইরাসের সংক্রমণ বাড়তে থাকায় ফ্রান্সের ১৬টি এলাকার দুকোটি ১০ লাখ লোকের ওপর আংশিক লকডাউন আরোপ করা হয়েছে।

এর মধ্যে রাজধানী প্যারিসও রয়েছে। সেখানকার স্টেশনগুলো থেকে রেল বোঝাই লোককে লকডাউন শুরুর আগেই শহর ত্যাগ করতে দেখা গেছে। ব্রিটানি কিংবা লিয়ঁর মতো যেসব জায়গায় সংক্রমণ কম – তারা সেখানে চলে যাচ্ছেন।

শেয়ার করতে চাইলে...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ...
© বাংলা বাহন সকল অধিকার সংরক্ষিত ২০১৯-২০২৪।
ডিজাইন ও আইটি সাপোর্ট: বাংলা বাহন
error: Content is protected !!