1. admin@banglabahon.com : Md Sohel Reza :
করোনায় ব্যবসায় ধস; ঋণের চাপে ব্যবসায়ীর আত্মহত্যা
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ০৩:১১ অপরাহ্ন

করোনায় ব্যবসায় ধস; ঋণের চাপে ব্যবসায়ীর আত্মহত্যা

সুনামগঞ্জ সংবাদদাতা
  • প্রকাশ: বৃহস্পতিবার, ১ এপ্রিল, ২০২১
ছবি: হয়রত আলী।-পরিবার থেকে নেয়া

করোনার প্রভাবে ব্যবসায় ধস নেমে ঋণ পরিশোধের চাপের সুনামগঞ্জের তাহিরপুরে উপজেলার পৈলনপুর গ্রামের হযরত আলী (৪৮) বিষপানে আত্নহত্যা করেছেন। বৃহস্পতিবার দুপুরে সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এরআগে মঙ্গলবার রাতে বাড়িতে বিষপান করেন বলে স্বজনরা জানিয়েছেন।

ওই গ্রামের আব্দুল হেকিম ওরফে লাদেনের ছেলে হযরত আলী চালের ব্যবসা করতেন। তিন ছেলে ও তিন মেয়ে জনক ছিলেন তিনি।

নিহতের ভাই নিজাম উদ্দিন জানান, চালের ব্যবসার বিনিয়োগের জন্য স্থানীয় বিভিন্ন ব্যক্তির কাছ থেকে প্রায় ৩৫-৪০ লাখ টাকা ঋণ নেন হযরত আলী । করোনা প্রভাবে ব্যবসায় ক্রমাগত লোকসানের মুখে পড়েন। এদিকে পাওনাদারদের ঋণ পরিশোধের চাপে বেশ কিছুদিন ধরেই তিনি মানসিকভাবে বিপর্যস্থ হয়ে পড়েছিলেন।

এক পর্য ায়ে মঙ্গলবার রাত একটার দিকে নিজ বাড়ি বিষপান করেন। রাতেই তাকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভতির্ করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

শেয়ার করতে চাইলে...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ...
© বাংলা বাহন সকল অধিকার সংরক্ষিত ২০১৯-২০২৪।
ডিজাইন ও আইটি সাপোর্ট: বাংলা বাহন
error: Content is protected !!